পাহাড় ধসে হতাহতদের পাশে দাঁড়ান, নেতাকর্মীদের প্রতি হাছান মাহমুদ

চট্টগ্রাম: পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলটির প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার রাতে একুশে পত্রিকার মাধ্যমে তিনি এই আহ্বান জানান। একই সাথে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেন, আমরা আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে অবস্থান করছেন, আপনারা মানবতার সেবায় এগিয়ে আসুন। পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য করুন।

পাহাড় ধসে নিহতদের উদ্ধার থেকে শুরু করে দাফন-কাফন পর্যন্ত কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন বলেও জানান ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, মঙ্গলবার সারাদিন আমাদের দলের সাধারণ সম্পাদক সহ উর্ধ্বতন নেতারা দুর্গত এলাকায় ছিলেন। এই দুর্যোগ কাটিয়ে না উঠা পর্যন্ত যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাশে থাকে- এই আহ্বান আমি জানাচ্ছি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, প্রত্যেক নিহতের দাফনসহ অন্যান্য খরচ বাবদ সরকারের পক্ষ থেকে আপাতত ২০ হাজার টাকা করে দেয়া হবে। আহতদেরকে দেয়া হবে ৫ হাজার টাকা করে। বুধবার থেকে টাকা বিতরণ শুরু হবে।

প্রসঙ্গত নিম্নচাপের প্রভাবে দুই দিনের টানা বর্ষণে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে চট্টগ্রাম বিভাগের তিন জেলায়; পাহাড় ধসে হতাহত হয়েছেন বহু মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব জি এম আব্দুল কাদের মঙ্গলবার রাতে জানান, পাহাড় ধসের ঘটনায় দুই সেনা কর্মকর্তাসহ ১২৪ জনের লাশ উদ্ধারের খবর তারা পেয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে ৮৮ জন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৯ জনসহ ৩০ জন এবং বান্দরবানে ছয়জনের লাশ উদ্ধার হয়েছে।