করোনা: দেশে একদিনে মৃত্যু ৭, কমেছে শনাক্ত


ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যুর কথা জানায় অধিদফতর। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৬১১ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৭৯৯ জন। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্ত কমেছে।

শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের ৭ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হলো ২৯ হাজার ১৯৫ জনের এবং মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ।