কার্ডিফে আজ বল হাতে দারুণ নৈপুণ্য করার পর ব্যাট হাতেও ছিল এক অন্যরকম পাকিস্তান। এবারের চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের অন্যতম প্রধান দাবিদার স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠল পাকিস্তান। ২১২ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসে খেলে ৭৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় সরফরাজ আহমেদের পাকিস্তান দল।
ইংল্যান্ডের শিরোপা স্বপ্নটা আসলে শেষ করেছে পাকিস্তানের দারুণ বোলিং। পাকিস্তানের বোলাররা ইংল্যান্ডকে বেঁধে ফেলেছিলেন মাত্র ২১১ রানেই। জবাবে ব্যাট করতে নেমেও পাকিস্তান দারুণ দাপটের সাথে ব্যাট করে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়ে ফখর জামান ও আজহার আলী।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো নৈপুণ্য দেখাতে পারেননি স্বাগতিক ইংল্যান্ড। জুনায়েদ খান, হাসান আলী ও অভিষিক্ত রুম্মান রইসের দারুণ বোলিংয়ে বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি ইংলিশরা।
হাসান আলী পাকিস্তানের পক্ষে ১০ ওভার বল করে মাত্র ৩৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। ম্যাচ সেরার পুরুস্কারও নেন এই ডানহাতি পেসার। রুম্মান ও জুনায়েদের পায গেছে ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৪৯.৫ ওভারে ২১১ (বেয়ারস্টো ৪৩, হেলস ১৩, রুট ৪৬, মর্গ্যান ৩৩, স্টোকস ৩৪, বাটলার ৪, মইন ১১, রশিদ ৭, প্লানকেট ৯, উড ৩, বল ২*; জুনায়েদ ২/৪২, রাইস ২/৪৪, ওয়াসিম ০/১৬, শাদাব ১/৪০, হাসান ৩/৩৫, হফিজ ০/৩৩)
পাকিস্তান : ৩৭.১ ওভারে ২১৫/২ (আজহার ৭৬, জামান ৫৭, বাবর ৪২*, হাফিজ ২৭*; উড ০/৩৭, বল ১/৩৭, স্টোকস ০/৩৮, প্লানকেট ০/৩৩, রশিদ ১/৫৪, মইন ০/১৫)
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা : হাসান আলী
