লন্ডনে ২৭ তলা ভবনে আগুন

লন্ডন: লন্ডনের পশ্চিমাংশে একটি ২৭ তলা আবাসিক ভবন আগুনে লেগেছে। নটিংহিলের কাছে লাটিমার রোডের ওই গ্রেনফেল টাওয়ারে অনেকে আটকা পড়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পায় লন্ডন ফায়ার ব্রিগেড। এর পরপরই ৪০টি ফায়ার ইঞ্জিন নিয়ে প্রায় ২০০ ফায়ার ফাইটার আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

লন্ডন মহানগর পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ চলছে। আহত বেশ কয়েকজনকে চিকিৎসাও দেয়া হয়েছে। তবে কীভাবে ওই ভবনে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার ব্রিগেড।

সামাজিক যোগাযোগেরমাধ্যমে আসা ছবি ও ভিডিওতে নিচ থেকে পুরো ভবনটিই জ্বলতে দেখা গেছে। সেটি ধসে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিবিসির একজন প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, জ্বলন্ত ভবনটি থেকে বিভিন্ন অংশ খুলে নিচে পড়ছে। সেখান থেকে বিস্ফোরণ আর কাচ ভাঙার শব্দ পাওয়া যাচ্ছে। ভবনটি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় পুলিশ আশপাশ থেকে সবাইকে সরিয়ে দিচ্ছে।

দমকল বাহিনীর এক টুইট বার্তায় জানানো হয়েছে, ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ২৭ তলা ভবনে ছড়িয়ে পড়ে। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওই ভবনের দুই বাসিন্দা তীব্র ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় তাদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।