‘দেশে বেকারের সংখ্যা ২৫ লক্ষ ৮৭ হাজার’

ঢাকা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০১৫-১৬ এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বাংলাদেশে মোট বেকারের সংখ্যা ২৫ লক্ষ ৮৭ হাজার জন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে আজকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে মহিলা এমপি জাহান আরা বেগম সুরমার প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

গরীবদের কর্মসংস্থানে বরাদ্দ ১ হাজার ৬৫০ কোটি টাকা
মাহফুজুর রহমানের (চট্ট্রগ্রাম-৩) প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি ২০১৬-১৭ অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ১ হাজার ৬৫০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। তিনি আশা করেন, চলতি অর্থবছর শেষে এ বরাদ্দের প্রায় সম্পূর্ণই ব্যয়িত হবে এবং যা দেশের দরিদ্র্য জনগোষ্ঠীকে দারিদ্র্যের বেড়াজাল থেকে বের হতে সহায়তা করবে।

তিনি আরো জানান, বহির্বিশ্বে মন্দাপ্রভাব ও দেশের অভ্যন্তরে রাজনীতির নামে বিরোধী দলের সহিংসতা সত্ত্বেও বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। বর্তমানে মাথাপিছু আয় ১ হাজার ৬০২ মার্কিন ডলার। দারিদ্র্যে অবস্থান কমেছে ৪০ শতাংশ থেকে সাড়ে ২৩ শতাংশে। আর অতি-দরিদ্রতার হার কমেছে ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ১ শতাংশে। আর দারিদ্র্য নিরসন সরকারের এক অন্যতম সাফল্য।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার যেহেতু একটি রূপকল্প-২০২১ সামনে রেখে অগ্রসর হচ্ছে, সে কারণে তার দৃষ্টি কেবল এক বছরে সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ পেরিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদে পরিণত করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ। এজন্য দেশ থেকে শতভাগ দারিদ্র্য দূরীকরণ, সবার জন্য খাদ্য নিশ্চিতসহ নিম্ন আয়ের জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।