চট্টগ্রাম: বহুল প্রতীক্ষিত চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের একপাশ অর্থাৎ দুই লেন গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল তিনটা ২০ মিনিটে নগরীর মুরাদপুর থেকে লালখানবাজার পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ও ৫৪ ফুট প্রস্থের ফ্লাইওভারটির একপাশ অর্থাৎ দুই লেন খুলে দেওয়া হয়।
২০১৩ সালের ১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আখতারুজ্জামান ফ্লাইওভার প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৮ সালের জুন মাস পর্যন্ত। ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ও ৫৪ ফুট প্রস্থের ফ্লাইওভারটির মোট নির্মাণ ব্যয় ধরা হয় ৬৯৬ কোটি টাকা। এর মধ্যে ফ্লাইওভারটির মূল অবকাঠামো তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা এবং র্যাম্প ও লুপ তৈরির কাজে ২৪৬ কোটি টাকা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্স রেনকেন (জেভি)’র মধ্যে ২০১৪ সালের ২৮ অক্টোবর এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের পর ২০১৫ সালের মার্চ মাসে ফ্লাইওভারটির নির্মাণকাজ শুরু হয়। ফ্লাইওভারটি মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে শুরু হয়ে জমিয়তুল ফালাহ মসজিদের পশ্চিম গেটের সামনে হয়ে লালখানবাজারে এসে নেমেছে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম; তিনি বলেন, মূলত যানজট কমাতেই এই ফ্লাইওভার পুলিশ প্রশাসনের অনুরোধে নির্ধারিত সময়ের এক বছর আগেই খুলে দেওয়া হয়েছে। তবে এখন পুরোপুরিভাবে যান চলাচল সম্ভব না হলেও ঈদের পরেই পুরোপুরি উন্মুক্ত করা দেওয়া হবে এই ফ্লাইওভার। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
