রাঙ্গুনিয়ায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল ছাত্রলীগ

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত গরীব-দুঃখী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ।

ত্রাণ সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগর সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আপনারা একা নন। আপনাদের পাশে এই জনপদের প্রতিনিধি জননেতা ড. হাছান মাহামুদ এমপি মহোদয় ছিলেন, আছেন এবং থাকবেন।

তিনি আরও বলেন, জননেতা ড. হাছান মাহামুদ এমপি মহোদয়ের পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ অতীতেও আপনাদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে।

উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ-সম্পাদক শিমুল গুপ্ত, ছাত্রলীগ নেতা বাদশা,মুবিন, সোহেল,ওমর ফারুক চৌধুরী, ফারুক, এরশাদ, মুফিজ, ইকবাল, ইমন, মামুন, আজগর,রিয়াদ,শহীদ, রুবেল,লেয়াকত,আজিজ, আশরাফ,সাইফু, ফরহাদ, সহ প্রমূখ।