চট্টগ্রাম : শুক্রবার রাত পৌনে একটা, পরপর তিনটি শব্দ গুলির। অতপর সকালে একটি লাশের আবিষ্কার। গুলিতে ঝাঝড়া হয়ে সুদর্শন অজ্ঞাত এক লোকের লাশ পড়েছিল সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের সেবা ফিলিং স্টেশন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ-পশ্চিম কর্নারে। মাঝবয়সী লোকটির পরনে গেঞ্জি, ছোট প্যান্ট। নিথর শরীরের উপর পড়ে আছে পরনের সেন্ডেল।
শুক্রবার সকাল থেকে শত শত উৎসুক মানুষ লাশটি দেখার জন্য সেখানে ভিড় করে। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখাপর্যন্ত ঘটনাস্থলেই পড়ে থাকে লাশটি। এসময় উপস্থিত অনেককেই কষ্ট ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
তারা বলেন, হোক সে অপরাধী বা নিরীহ মানুষ, এভাবে একটি জীবন শেষ হতে পারে না।
আবদুল্লাহ আল কাইয়ুম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ‘রাত পৌনে একটায় আমি বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের পাশে পর পর তিনটি গুলির শব্দ শুনি। সকালে ঘুম থেকে উঠে এক অজ্ঞাত লোকের লাশ দেখতে পেলাম সেখানে।
স্থানীয় সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী দুপুর দেড়টার দিকে একুশে পত্রিকাকে জানান, লোকটিকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লোকটির সঙ্গে থাকা মোবাইল ফোনের কললিস্ট ধরে তার স্ত্রীকে ফোন করে থানায় আসতে বলেছে পুলিশ। তিনি আসার পর অনেককিছু পরিষ্কার হওয়া যাবে।
