চট্টগ্রামে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে আকবরশাহ থানাধীন স্ক্র্যাপ কলোনীর পুলিশ বিটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সুমন ওরফে জামাই সুমন ওরফে তারেক (৩০) ও মমতাজ বেগম (২০)।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতরে রাখা পলিথিন মোড়ানো অবস্থায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় হাতে নাতে নারী-পুরুষ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা হয়েছে।