চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চা বোর্ডের পাশে ফোম তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দিকে কিউএম ফোম ফ্যাক্টরির তিন তলা ভবনের নিচ তলায় আগুন লাগে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে যায়। আগুন নিভে গেছে। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানতে অনুসন্ধান চলছে।
