চট্টগ্রাম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালি এলাকায় এই হামলা হয় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুলের গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাওয়াজ হোসেন শুভ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
গাড়িবহরে থাকা বিএনপির নেতারা বলছেন, তাঁরা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাঁদের গাড়িবহরে হামলা হয়। প্রায় ২০-২৫ জন লোক অতর্কিতে তাঁর গাড়িবহরে হামলা করে। এতে মির্জা ফখরুলকে বহনকারী গাড়ির কাঁচ ভেঙে গেছে এবং মির্জা ফখরুল এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী আহত হয়েছেন বলে জানান তারা। এই ঘটনার জন্য সরকারি দলের নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি।
এ ঘটনায় আওয়ামী পরিবারের কারো হাত নেই জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব একুশে পত্রিকাকে বলেন, যুদ্ধাপরাধ ইস্যুতে ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরাই এই হামলা চালিয়েছে। বিএনপি দুঃসময়ে সাকা চৌধুরীর পাশে না থাকায় দীর্ঘদিন ধরে তার অনুসারীদের মাঝে চাপ ক্ষোভ, অসন্তোষ বিরাজ করছিল। মির্জা ফখরুলকে কাছে পেয়ে আজ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তারা।
এর আগে সকাল ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে গাড়িবহর নিয়ে রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাঙ্গুনিয়ায় পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে কাপ্তাই সড়ক হয়ে রাঙ্গামাটি যাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। সেখানে পাহাড়ধসে হতাহত পরিবারগুলোতে ত্রাণবিতরণ করার কথা ছিল মির্জা ফখরুল ও বিএনপি প্রতিনিধি দলের সদস্যদের।
রাঙ্গুনিয়া বাধাগ্রস্ত হওয়ার পর সকল কর্মসূচি বাতিল করে নগরীতে ফিরে এসেছে মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জীবনের নিরাপত্তা না থাকায় আমরা ত্রাণবিতরণ কর্মসূচি বাতিল করেছি।
