শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তাইওয়ান ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় চীন

প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০২২ | ৪:০৯ অপরাহ্ন


ঢাকা : বাংলাদেশকে পাশে পেতে চায় চীন। বেইজিং কর্তৃপক্ষ আশা করছে, তাইওয়ান ইস্যুতে চীনের পাশে থাকবে ঢাকা কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাদের ‘এক চীন’ নীতিকে অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৪ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ কথা জানান।

তিনি বলেন, এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বেইজিংয়ের সঙ্গে ঢাকা কাজ করবে বলে বিশ্বাস করে চীন।

চীনের রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও চীন ভালো প্রতিবেশী, বিশ্বাসযোগ্য বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার। সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার মতো মৌলিক স্বার্থের বিষয়ে উভয় দেশ সবসময় একে অপরকে বোঝে ও সমর্থন করে। ‘এক চীন’ নীতি এবং তাইওয়ানের স্বাধীনতাবিরোধী অবস্থান নেয়ার জন্য বাংলাদেশের প্রতি সন্তুষ্টি জানায় চীন।