চট্টগ্রাম নগরীতে ‘ছাত্রলীগের’ সড়ক অবরোধ

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতল মোড়ে সড়ক অবরোধ করেছে কমার্স কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার দুপুর দুইটার দিকে ছাত্রলীগের শ’খানেক নেতাকর্মী সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

অবরোধে অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের ওরফে মাছ কাদেরের অনুসারী হিসেবে পরিচিত। সিটি করপোরেশনের এই কাউন্সিলর নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৪ জুন সন্ধ্যায় নগরীর মোগলটুলিতে স্থানীয় বাসিন্দা আলী মোহাম্মদ মেম্বারের বাড়িতে হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় আলী মেম্বার তার ছেলে আলী হোসেনসহ কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরের অনুসারী সাবেক যুবলীগ নেতা ওবায়দুল করিম মিন্টুসহ ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের প্রতিবাদে কাদেরের অনুসারীরা সড়ক অবরোধ করতে যায়।

কাউন্সিলর আব্দুল কাদের বলেন, আলী মেম্বারের মাদক ব্যবসায়ী দুই ছেলের উপর ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তাদের বাসায় হামলা করেছে। এ ঘটনায় করা মামলায় কমার্স কলেজের দুজন ছাত্রকে আসামি করা হয়েছে। সেজন্য ক্ষুব্ধ হয়ে কমার্স কলেজ ছাত্রলীগ সড়ক অবরোধ করেছিল।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দীন সেলিম বলেন, মামলা নেওয়ার কারণে ছাত্রলীগের ব্যানারে সড়কের উপর দাঁড়িয়ে যানবাহন চলাচলে বাধা দেয়ার চেষ্টা করে কিছু যুবক। ৫-৭ মিনিট পর পুলিশ তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।