পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে সিটি করপোরেশন।

রোববার নগরীর মহসিন কলেজ সংলগ্ন দেবপাহাড়, নূর পাহাড় এলাকায় মাইকিং করা হয়েছে।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, দেবপাহাড়ে কিছু মাটি ভারি বৃষ্টিপাতে ধসে পড়েছে। এই এলাকায় পাহাড়ের পাদদেশে বেড়া, টিন দিয়ে ঘর তৈরি করে বসবাসকারী ৩০-৩৫ পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন বা সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করলে পুলিশ সহযোগিতা করবে বলেন জানান ওসি নুরুল হুদা।