চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার গভীর রাতে পোস্তারপাড়ে আছমা খাতুন সিটি করপোরেশন স্কুলের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. বাদশা (২৪), মো. জামাল (৩০), মো. সোহেল (২৭), মো. আলাউদ্দিন (৪২), কালু শেখ (২৬) ও মো. মুন্না (৩২)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) হুমায়ন কবীর বলেন, গ্রেফতারকৃতরা ছিনতাইসহ বিভিন্ন মামলায় জেল খেটে সম্প্রতি বের হয়েছে। ঈদকে সামনে রেখে তারা সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
