অতিরিক্ত ভাড়া : সোহাগ ও ঈগল বাস সার্ভিসকে সতর্ক করেছে প্রশাসন

চট্টগ্রাম: চট্টগ্রামে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি বন্ধের জন্য সোহাগ বাস সার্ভিস ও ঈগল বাস সার্ভিসকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সোমবার নগরের দামপাড়া এলাকায় অভিযানে যায় ‘যানবাহন চলাচল নিয়ন্ত্রণ মনিটরিং’ দল।

অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, যাত্রীগণের কাছ থেকে ঈদের আগাম টিকিট বুকিং এবং টিকিট ক্রয় সম্পর্কে খোঁজ নিয়েছি। অভিযোগের ভিত্তিতে সোহাগ বাস সার্ভিস ও ঈগল বাস সার্ভিসকে যথাযথভাবে যাত্রীসেবা নিশ্চিত করার ব্যাপারে বিশেষভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাসের ভাড়া তদারকি নিয়ে প্রথম অভিযান হওয়ায় জরিমানা না করে সতর্ক করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কিংবা যাত্রীকে যথাযথ সেবা প্রদান না করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করা হয়। কোন পরিবহনকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় না করতে দেওয়া হবে না।