‘দুর্ভাগ্যবশত’ জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে বাংলাদেশ


ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচের সিরিজ শেষে শূন্য হাতে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশকে। কুড়ি ওভারের ফরম্যাটের চেয়ে একদিনের ক্রিকেটের সিরিজে হেরে যাওয়া টাইগারদের জন্য ছিল বাড়তি লজ্জার। কারণ ওয়ানডেতে এখন বড় নাম বাংলাদেশ। তাছাড়া ২০১৩ সালের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে কোনো একদিনের ম্যাচে হারেনি লাল-সবুজের দল। সেই তাদের বিপক্ষে ১-২ ব্যবধানে সিরিজ হারতে হলো তামিম ইকবালদের। কিন্তু জিম্বাবুয়েতে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজের হার ‘দুর্ভাগ্যবশত’বলছেন দীর্ঘ ৩ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এনামুল হক বিজয়।

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ হারানোর পর জিম্বাবুয়ের সঙ্গে সিরিজে পরাজয়ের স্বাদ। অথচ পরিসংখ্যান, শক্তিমত্তা সব কিছুতেই এগিয়ে বাংলাদেশ। সাদা বলের দুই সিরিজ শেষে আজ বিকেল ৫টা ১০ মিনিটে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

শুক্রবার বিমানবন্দরে সংবাদমাধ্যমকে বিজয় বলেন, ‘দুই বছরে ধরে ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকভাবে আমরা খুব ভালো খেলছি। এটা (জিম্বাবুয়েতে হার) দুর্ভাগ্যবশত হয়ে গেছে। বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালো। আমরা বিশ্বাস করি- প্রক্রিয়া ঠিক রেখে সেরাটা দিয়ে খেললে যেকোনো দলের বিপক্ষে জেতা সম্ভব।’

‘প্রথম ম্যাচ হারার পর অবশ্যই অবাক হয়েছি। জিম্বাবুয়ের মাটিতে যেমন পারফরম্যান্সের প্রত্যাশা ছিল সে অনুযায়ী পারফর্ম করতে পারিনি। এটা অবশ্যই খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচে যখন দেখলাম একইভাবে ওরা এগোচ্ছে, আমরা নার্ভাস ছিলাম। এটা শুধুই এমন একটা সিরিজ যেখানে নিজেদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’