চট্টগ্রাম : টগবগে এই যুবক একদিন আগেও ছিলেন প্রাণচঞ্চল। সাংগঠনিক কাজ, প্রতিষ্ঠানের ডিজানিং নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। রোববার সকালে আকস্মিক ব্রেন স্ট্রোক করে ভর্তি হন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার দুপুরে চলে গেলেন চির না ফেরার দেশে। হ্যাঁ, স্বজন-শুভার্থীদের কাঁদিয়ে চলে গেলেন রণধীর দত্ত অ্যাপোলো।
মৃত্যকালে রণধীর দত্ত অ্যাপোলো পিতা পান্নালাল দত্ত, মা, তিন ভাইবোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সদা হাস্যোজ্জ্বল, পরোপকারী অ্যাপোলো ছিলেন সুসংগঠক। চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাংগঠনিক সম্পাদক। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এবং পরে চট্রগ্রাম সরকারী চারুকলা ইনস্টিটিউটের ড্রইং অ্যান্ড পেইন্টিংস বিভাগের প্রথম দিকের শিক্ষার্থী রনধীর দত্ত ভালো চিত্রশিল্পী হিসেবে নাম কুড়িয়েছিলেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দ।
