ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে আহত তরুণীর মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের সময় চলন্ত রিকশা থেকে পড়ে গুরুতর আহত এক তরুণী ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছেন। সোমবার রাত পৌনে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত শিরিন আক্তার (২৪) চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা এলাকার মৃত ফজলুল করিমের মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ঈদের কেনাকাটা করতে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বোনের বাসায় এসেছিলেন শিরিন। ১৩ জুন ইফতারের পর রিকশায় করে ভাগ্নে বৌয়ের সঙ্গে টেরিবাজার যাচ্ছিল শিরিন। রাত ৮টার দিকে নগরীর জামালখানে মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে গিয়ে আহত হয়েছিলেন তিনি।

গুরুতর আহত অবস্থায় শিরিনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সর্বশেষ রোববার আনা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে।

সেদিন ছিনতাইকারীরা শিরিনের ব্যাগ নিয়ে যেতে সক্ষম হয়েছিল। ব্যাগে একটি মোবাইল ফোন ও প্রায় পাঁচ হাজার টাকা ছিল। এই ঘটনায় শিরিনের ভাই সৈয়দুল আলম বাদি হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে শিরিনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।