ডিম আমদানি করবেন বললেন বাণিজ্যমন্ত্রী


ঢাকা : ডিম আমদানি করলে যদি ডিমের দাম কমে তবে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে তিনি বলেছেন, ‘ডিম আমদানি করতে গেলে তো একটু সময় তো লাগবে। আমরা দেখি কী করা যায়।’

বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সে অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়সহ কয়েকটা মন্ত্রণালয় ডিমের বিষয়টি নিয়ে আলোচনা করে কীভাবে মূল্য কমানো যায় সেই চেষ্টা করছি। তবে সব কিছু রাতারাতি করা সম্ভব নয়।’

গত দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীতে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ৪০ টাকা বেড়ে ১৬০ টাকায় উঠেছে। এর আগে কখনও ডিমের দাম এতটা বাড়তে দেখা যায়নি। ডিমের সঙ্গে ব্রয়লার মুরগিও কেজিতে ৪০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ব্যবসায়ীদের প্রস্তাবের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি। আলোচনা চলছে। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে, আবার ডলারের দাম বেড়েছে। এ দুটোকে বিবেচনায় নিয়ে একটি দাম নির্ধারণ করতে হবে।’