শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোমা হামলার প্রতিবাদে আবু মুহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ

প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২২ | ৭:৪১ অপরাহ্ন


চট্টগ্রাম : ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আবু মুহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে নগরীর টেকনিক্যাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেক্সটাইল মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ শেষে সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘চট্টগ্রাম একটি শান্তির জনপদ। এই শহরের বুকে যে-কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ এবং জামায়াত-বিএনপি’র অপতৎপরতা প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর যুবলীগের প্রতিটি নেতাকর্মী সদাজাগ্রত।’

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইকবাল হোসেন জুয়েল, মোশাররফ হোসেন, মোহাং আলমগীর, আশিকুর রহমান খোকন, নুরুল হক মনির, সোহেল রানা, মোহাম্মদ সিরাজ, মোহাং শাকিল, জসীমউদ্দীন, মহিনউদ্দীন তুষার, মোহাং আজমল, অমিত দে, মোহাং তারা মিয়া, মনিরুল হন মনির, রাজীবুর রহমান, এখলাসুর রহমান, নুর হাসিব, বেলাল উদ্দিন মোহাং আলাল, ওসমান গণি মনা, নুরুল আলম নুরু, ফয়সাল, সাজিদ, মোহাং ইসমাইল, জসীম, মোহাং সাদ্দাম, ইবরাহীম প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওইদিন জঙ্গিরা সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকার ৩৪টি স্পটসহ ৬৩ জেলার সাড়ে চারশ’ স্পটে প্রায় পাঁচশ’ বোমা বিস্ফোরণ ঘটায়।