সাবান খেয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে বাসন ধোয়ার ‘ভিমবার’ সাবান খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় গাছোয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রুবি (২৬) একই এলাকার দিলদার হোসেনের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, ভিমবার সাবান খেয়ে গুরুত্বর অসুস্থ হওয়া এক গৃহবধূকে রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহের জের ধরে শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটেছে বলেও জানান নায়েক আবদুল হামিদ।