পিসিআইইউ ছাত্রলীগের ইফতার ও কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা

চট্টগ্রাম: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) শাখা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে; পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগের নব মনোনীত সদস্যদের সংবর্ধনাও দেয়া হয়েছে।

গত সোমবার (১৯ জুন) নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহেদ বুল বুল অর্পনের সঞ্চালনায় আয়োজনের শুরুতে কোরআন তেলোয়াত করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন রিয়াজ।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ’র সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমন; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শরীফ আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগ’র নব মনোনীত সদস্য সুজয়মান বড়ুয়া জিতু, রবিউল হাসান রিপন; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম ও যুগ্ন সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেনেতা আরিফ আহমেদ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ’র সহ-সভাপতি, যুগ্ন-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, উপ-সম্পাদক, সহ-সম্পাদক, সদস্যবৃন্দ ও বিভিন্য অনুষদের ছাত্রলীগ নেতা কর্মী।

উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের নব মনোনীত সদস্য সুজয়মান বড়ুয়া জিতু, রবিউল হাসান রিপন, মোসলেহ উদ্দিন আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়। যদিও শারীরিক অসুস্থতার কারণে মোসলেহ উদ্দিন আহমেদ নিজে উপস্থিত হতে পারেননি।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম লিমন বলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ আমার অন্যতম সুশৃঙ্খল পছন্দের ইউনিট।

নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি বলেন, আমরা অনক সময় আমাদের কর্মীদের আর্থিক ইচ্ছা পূরণ করতে গিয়ে অনৈতিক কর্মকান্ডে নিজেদের ও কোমলমতি ছাত্রলীগ নেতাকর্মীদের জড়িয়ে ফেলি; যেমন, টং দোকান থেকে টাকা তোলা ও কর্মীর চাহিদা পূরণ করতে গিয়ে দোকান ও বাসা থেকে চাঁদা তুলার মত অনৈতিক কাজ থেকে প্রত্যেক ছাত্রলীগ নেতাকর্মীকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, বর্তমানে ছাত্রলীগ নেতাদের প্রধান কাজ হচ্ছে গীবত করা। আর এই গীবত গুলো হয় ফেসবুকেই বেশি, যেমনটি একটা পক্ষ জননেতা আলহাজ্ব আ জ ম নাছির ভাইয়ের নামে ফেসবুকে গীবত করতে করতেও ক্লান্ত হয়না।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে ও জননেতা আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষে ও ২০১৯ এর নির্বাচনের জন্য চট্টগ্রাম মহানগর ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শরীফ আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগ’র নব মনোনীত সদস্য সুজয়মান বড়ুয়া জিতু, চবি ছাত্রলীগ’র সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ।