চট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোররাতে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এবং ভোরে নগরীর টাইগারপাস এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে।
মইজ্জারটেকে নিহত মো. কাইয়ুম (২৮) ওই এলাকার আবুল হোসেনের ছেলে। আর টাইগারপাসে নিহত হন দামপাড়া পুলিশ লাইন এলাকার চানমারি রোডের রাফায়েল মন্ডল (৫২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গভীর রাতে কর্ণফুলি থানার মইজ্জারটেক এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত হন কাইয়ুম। অন্যদিকে নগরী টাইগারপাস এলাকায় ১০ নম্বর সিটি সার্ভিস বাসের ধাক্কায় রাফায়েল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর দুজনকেই হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
