চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বারইয়ারহাট পৌরসভার উত্তর বাইপাস এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুনজরা গ্রামের মো. সবুজ (২৯) ও ফেনী সদরের আলী হোসেন (৩৩)। আহত হয়েছেন মোটরবাইক আরোহী নুরুল আলম মিশু ও মোশাররফ হোসেন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, পৌর বাজারের ব্যবসায়ী সবুজ দোকান বন্ধ করে চাচাতো ভাইয়ের মোটর বাইকে করে বাড়ি ফেরার পথে বাজারের উত্তর বাইপাস এলাকায় অপর একটি মোটর বাইকের সাথে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয় এবং দুইজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
