চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার আলকরণ এলাকায় পৃথক ঘটনায় দুই কর্মচারী খুন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা দুটি ঘটে।
এরা হলেন- আলকরণ এলাকার সেলুনের কর্মচারী মমিন (২৫) ও নিউমার্কেট এলাকার হোটেল হান্নান আল ফয়সালের কর্মচারী রফিক (৫০)।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আলকরণের সেলুনের দোকানের খুনটি এবং রাত আড়াইটার দিকে খাবার হোটেলের খুনটি হয়ে থাকতে পারে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে সেলুনের কর্মচারী খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জসিম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
