কর্ণফুলীতে ট্রাকে বিদ্যুতের তার পড়ে চালক নিহত

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রডবাহী এক ট্রাকে তার ছিড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু হয়েছে। বুধবার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

নিহত চালক মো. পারভেজ (২৮) কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা মাষ্টারহাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের উপর দিয়ে ডাঙ্গাচরের ইউপি মেম্বার সাইফুল ইসলাম বদির অফিসে তার নেওয়া হয়েছে। সেই তারের সাথে রডবাহী ট্রাক লেগে চালক পারভেজ বিদ্যুৎস্পৃষ্ট হয়।

মুমূর্ষু অবস্থায় চালক পারভেজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে একুশে পত্রিকাকে জানান কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম।