ইয়াবা ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ১ হাজার ৯৫০টি ইয়াবা ও তিন রাউন্ড শর্টগানের গুলিসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার দিবাগত রাতে পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে বাবু (২৮) নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চোরাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন কাটগড় ধুমপাড়া সী-বীচ রোড সংলগ্ন হাজী মজাফফর বিল্ডিং এর সামনে সড়কে অভিযানে যায় র‌্যাব। এ সময় মোস্তাফিজুরকে দেহ তল্লাশী করে ১ হাজার ৯৫০টি ইয়াবা ও তিনটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।