পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রাম: চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হামিদুল ইসলামের (৩৬) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক তরুণী। বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রোখসানা বেগমের আদালতে মামলাটি দায়ের হয়।

অভিযুক্ত হামিদুল ইসলাম ২০১৫ সাল থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও বিশেষ শাখায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রংপুর রেঞ্জে কর্মরত আছেন।

বাদির আইনজীবী মুহাম্মদ আব্দুল হামিদ বলেন, আদালত মামলা গ্রহণ করেছেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্নের আদেশ দিয়েছেন বিচারক।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১৭ অক্টোবর একটি মোবাইল চুরির বিষয়ে জিডি করতে গিয়ে এএসআই হামিদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর হামিদের সঙ্গে তার সম্পর্ক হয়। বিয়ের প্রলোভনে বিভিন্ন আবাসিক হোটেলে তরুণীকে নিয়ে গিয়ে সময় অতিবাহিত করেন হামিদ। তার এক দফা গর্ভপাতও করেছেন হামিদ। গত ২৬ ফেব্রুয়ারি সিএমপির বিশেষ শাখায় কর্মরত থাকা অবস্থায় হামিদের অফিসে গিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হয়ে ধর্ষিতা তরুণী সিএমপির বিশেষ শাখায় হামিদুলের অফিসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আসামি নিজেই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সুস্থ হওয়ার পর থেকে তরুণীকে পুলিশ পরিচয়ে কয়েকজন মামলা না করার জন্য চাপ দিয়ে আসছে।