আগাম জামিন পেলেন ক্রিকেটার আল-আমিন


ঢাকা : নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর করা মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

আল-আমিন হোসেনের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আট সপ্তাহের মধ্যে আল-আমিনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। এর আগে সোমবার হাইকোর্টে আগাম জামিন আবেদন করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন এই ক্রিকেটার। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন তিনি। এসব অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আল-আমিনের স্ত্রী ইসরাত। পরে তা মামলা আকারে নথিভুক্ত করা হয়।

ক্রিকেটার আল আমিন ও ইসরাত জাহান দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে থানায় এসেছিল।

থানায় লিখিত অভিযোগ করার পর ইসরাত জাহান সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আল-আমিন আমাকে অত্যাচার ও মারধর করেন। দুটি বাচ্চাসহ আমাকে বাসা থেকে বের করে দেন। এরপর আল আমিন অন্য একটি মেয়েকে নিয়ে বাসায় উঠেছেন। ওই মেয়ের সঙ্গে আল আমিনের বিয়ে হয়েছে কি না, জানি না। কাবিননামাও পাইনি। তবে ওই মেয়ের সঙ্গে আল আমিনের অনেক ছবি আছে।’

তিনি আরও বলেন, ‘দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো? আমার এখন একটাই চাওয়া, বাচ্চাদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি।’