শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সীতাকুন্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

| প্রকাশিতঃ ৩ জুন ২০১৬ | ১১:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় একটি রি রোলিং মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে কেএসআরএম কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুন নবী (২৫) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মফিজ মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নুরুন নবী। এরপর তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।