শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

বাঁশখালীর সাংসদসহ তিনজনের বিরুদ্ধে মামলা

| প্রকাশিতঃ ৩ জুন ২০১৬ | ১২:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম: নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানায় মামলাটি দায়ের হয়।

মামলার অন্য দুই আসামি হলেন- সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সচিব তাজুল ইসলাম ও উপজেলা ওলামা লীগের নেতা মাওলানা আখতার।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, নির্বাচন কমিশনের তেজগাঁও কার্যালয় থেকে আসা মামলার এজাহারের কপি বৃহস্পতিবার রাতে হাতে পাই। এরপর রাত সাড়ে ১১টার দিকে এটি তালিকাভুক্ত করা হয়। মামলার বাদী হয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম। মামলায় সরকারি কর্মকর্তাকে মারধর ও সরকারিকাজে বাধা সৃষ্টিসহ কয়েকটি অভিযোগে দন্ডবিধির ১৪৩, ৩৩২, ৩৫৩, ৩৪২ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।

ওসি বলেন, অভিযোগটি আমরা তদন্ত করে দেখছি। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত গত বুধবার সকালে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মারধর করেছেন বলে অভিযোগ উঠে। নির্বাচন কর্মকর্তার দাবি, ইউপি নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ তাকে মারধর করা হয়। এ ঘটনার পর বুধবার বিকালেই বাঁশখালীর ১১ ইউনিয়নে ভোট স্থগিত ও সাংসদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।