সাংসদ মোস্তাফিজুরকে গ্রেফতার করার দাবি বিএনপির

ctgচট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে সাতকানিয়ার সাংসদ আবু রেজা নদভীকে নির্বাচনে দিন সাতকানিয়ার ত্রিসীমানায় প্রবেশ নিষিদ্ধ করা এবং সাতকানিয়ার ওসি ফরিদ উদ্দিন খন্দকারকে আগামী ৬ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় নগরীর চট্টেশ্বরী রোডের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দীন। ৬ষ্ট ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। একজন নির্বাচন কর্মকর্তা আক্রান্ত হওয়ার পরও কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি। তাদের উচিত ছিল ওইদিনই এমপিকে গ্রেফতারের ব্যবস্থা নেয়া। অবিলম্বে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করতে হবে। সাতকানিয়ার এমপি আবু রেজা নদভীর নির্দেশে ওসি ফরিদ উদ্দিন খন্দকার বিএনপির প্রার্থীদের হুমকি-ধমকি দিচ্ছেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণকে অস্ত্র দিয়ে মোকাবেলা করতে চায়। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও বহিরাগত অস্ত্রধারীরা প্রকাশ্যে হুমকী-ধমকী দিয়ে যাচ্ছে। নির্বাচন সুষ্টু হলে ও আমাদের তিন দফা দাবি মেনে নিলে ৯০ শতাংশ ইউপিতে বিএনপি প্রার্থীরাই জয়ী হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মহিউদ্দীন, সহ-সভাপতি ইফতেখার মহসিন চৌধুরী প্রমুখ।