ছিনতাইকারীর কবলে ছাত্রলীগকর্মী

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের কবলে পড়ে আহত হয়েছেন এসএম সাদমান শাহরিয়ার নামের এক ছাত্রলীগ কর্মী। শনিবার সকাল ৯টার দিকে কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ী হল২৪ এর সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত এসএম সাদমান শাহরিয়ার বলেন, হল২৪ এর সামনে দিয়ে যাওয়ার সময় পাঁচ ছিনতাইকারী পথ আটকায়। তারা ছুরি দেখিয়ে যা আছে সব দিয়ে দিতে বলে। দিতে দেরী করায় হাতে-বাহুতে ছুরি মারে। দ্রুত পকেট থেকে মোবাইল ও টাকা যা ছিল সব দিয়ে দিয়েছি।

পুলিশে অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এরকম অভিযোগ পুলিশকে দিয়েও কাজ হয় না। তারপরও গোয়েন্দা পুলিশের পরিচিত এক কর্মকর্তাকে বিষয়টি জানাব।

এ বিষয়ে জানতে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে ফোন রেখে দেন।