আবু তৈয়বের মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের শীর্ষ ছাত্রলীগ নেতারা একমঞ্চে

চট্টগ্রাম : চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়বের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে একাট্টা হয়েছেন চট্টগ্রামের শীর্ষস্থানীয় ছাত্রলীগ নেতারা।

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে অবিলম্বে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকা মো. আবু তৈয়বের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, যারা অসুস্থ-অসুন্দরের বিপরীতে সুস্থ, সুন্দর ও মেধাবী ছাত্ররাজনীতির চর্চা করেন, তারাই আজ বিএনপি-জামাতসহ অপশক্তিগুলোর প্রধান টার্গেটে পরিণত হয়েছেন। মেধাবী ছাত্রনেতা আবু তৈয়বের বিরুদ্ধে মিথ্যামামলা সেই চক্রান্ত ও ষড়যন্ত্রেরই অংশ।

সংবাদ সম্মেলনের শুরুতে এ সংক্রান্ত প্রতিবাদপত্র পাঠ করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলগমীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী জহির, আরিফুজ্জামান আরিফ, ওয়ায়েস কাদের, আবদুর রহিম শামীম, জহির উদ্দিন বাবর, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম তালুকদার, আব্বাস উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হক, তরিকুল কালাম তুহিন, নুরল আলম, গিয়াস উদ্দিন মুবিন, আরাফাত, সীমান্ত, মিজানুর, রুবেল, মফিজ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম, সোহেল, মিজানুর রহমান, নাসিম, সাইফুল, নাসির প্রমুখ।