শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে ৭ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

| প্রকাশিতঃ ৪ জুন ২০১৬ | ৬:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের চার উপজেলায় ৬টি ইউনিয়নে ৭জন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। তাদের মধ্যে পাঁচজন বিএনপির প্রার্থী। অন্য দুইজন স্বতন্ত্র প্রার্থী। ভোট বর্জন করা প্রার্থীরা তাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনেছেন।

এসব অভিযোগের মধ্যে রয়েছে- কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, নির্বাচনী এজেন্টদের মারধর, প্রার্থীর গাড়ি ভাংচুর, কেন্দ্র থেকে বের করে দেওয়া ইত্যাদি।
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে বিএনপি প্রার্থী নূর মোহাম্মদ শহীদুল্লাহ ভোট বর্জন করেছেন। একই উপজেলার পুটিবিলা ইউনিয়নে বিএনপি প্রার্থী মুন্সি ফরিদ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ফরিদুল আহমদ ভোট বর্জন করেন।

সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে কেন্দ্র দখলের অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জন করেন।

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী সালাউদ্দিন সেলিম ও মায়ানী ইউনিয়নের বিএনপির প্রার্থী নুর হোসেন ভোট বর্জন করেছেন। তাদের অভিযোগ, অনিয়ম ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে।

অনিয়মের অভিযোগ তুলে পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী হাজী শামসুল আলম।