সাতকানিয়া ও আনোয়ারায় চারটি কেন্দ্রে ভোট স্থগিত

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া ও আনোয়ারা উপজেলায় চারটি ভোটকেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

শনিবার ভোটগ্রহণ চলাকালে নানা অভিযোগের ভিত্তিতে এসব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ জানান, সকাল ১০টার দিকে পশ্চিম ঢেমশা ৭ নম্বর ওয়ার্ডের মুনিরিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া একই অভিযোগে ঢেমশা ও এওচিয়ায় আরো দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পরৈয়কড়া ইউনিয়নের তালসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করায় ভোট স্থগিত করা হয়েছে।