চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দীন বাজার এলাকায় একটি দোকান আগুনে পুড়ে গেছে।
সোমবার বেলা ১২টার দিকে ‘আল রহমান’ নামের একটি খাবারের দোকানে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এসএস ওয়ালি আকবর বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার আধাঘণ্টা পর বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দোকানটির প্রায় সব মালামাল পুড়ে গেছে।
