বন্ড সুবিধায় আনা গার্মেন্টস পণ্যসহ আটক ৩

চট্টগ্রাম: চট্টগ্রামে বন্ড সুবিধায় আনা অর্ধ কোটি টাকার গার্মেন্টস পণ্য ভর্তি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার ষোলশহরে রুবি গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পণ্যের ক্রেতা মোঃ রাশেদ (৩৬), ব্রোকার মোঃ ফারুক (৩৩) ও কাভার্ড ভ্যান চালক মোঃ ইয়াসিন (২৮)।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, চৌধুরী অ্যাপারেলস লিমিটেড নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের বন্ড সুবিধায় আমদানি করা কাপড় রাখা হয় সিজার টেক্সটাইল নামের একটি প্রতিষ্ঠানে। সেখান থেকে বিক্রির জন্য কাপড়গুলো টেরিবাজার নিয়ে যাওয়া হচ্ছিল।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কাভার্ড ভ্যানটি আটক করলে তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। কাভার্ড ভ্যানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১১৮ রোল কাপড় পাওয়া যায়। এসময় তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।