চট্টগ্রাম: এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কমিশনার রেহানা বেগম রানু। তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারী, যাতে ৫১ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র-ছবি ছিল।
মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার চৌমুহনি মোড়ে এ ঘটনা ঘটেছে।
চট্টগ্রামে আইন পেশায় নিয়োজিত অ্যাডভোকেট রেহানা বেগম রানু জানান, ‘একটি গাড়ি কেনার জন্য হঠাৎ দুই লাখ টাকার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু চেক বই না থাকায় এক সঙ্গে এত টাকা তুলতে পারছিলাম না। তাই ডেবিট কার্ডের সাহায্যে টাকা তুলতে যাই। নিয়ম অনুযায়ী একদিনে ৫০ হাজারের বেশী এটিএম বুথ থেকে তোলা যায় না। এজন্য রাতে ৫০ হাজার তোলার পর সকালে আরও ৫০ হাজার টাকা তোলার পরিকল্পনা ছিল।’
‘মঙ্গলবার রাত ১১টা ৪৮ মিনিটে দেওয়ানহাটের মিস্ত্রিপাড়ার মুখে ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৪৮ হাজার টাকা তুলি। এরপর আমার স্বামী সাংবাদিক আজাদ তালুকদারসহ রিকশা করে উত্তর আগ্রাবাদের দাইয়াপাড়ায় বোনের বাসায় যাচ্ছিলাম।’
‘পথে আমাদের বহনকারী রিকশাচালক জানালেন, আমাদের পেছনে একটা সিএনজি অটোরিকশা আসছে; সেটা এতক্ষণ মিস্ত্রিপাড়ার ওই এটিএম বুথের সামনে ছিল। এরপর আমরা সতর্ক হয়ে উঠতে না উঠতেই দেখি চলন্ত অটোরিকশাটি আমার পাশে চলে আসে এবং টান দিয়ে ব্যাগ নিয়ে আগ্রাবাদের দিকে দ্রুত চলে যায়।’
‘এটিএম বুথ থেকে তোলা ৪৮ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকা ব্যাগে ছিল। এছাড়া মুল্যবান কাগজপত্র ও রাজনৈতিক জীবনের সংগৃহিত বহু গুরুত্বপূর্ণ ছবি ছিল ব্যাগে।’ যোগ করেন চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রেহানা বেগম রানু।
রেহানা বেগম রানুর স্বামী আজাদ তালুকদার বলেন, ‘একজন অটোরিকশাটি চালিয়েছিল এবং পেছনে আরও দুইজন ছিলেন মনে হয়েছে। রাস্তা তখন একেবারে ফাঁকা ছিল। খুব দ্রুত তারা চলে যায়। অন্ধকার থাকায় গাড়িটির নাম্বারও খেয়াল করতে পারিনি। ঘটনার পরপর বিষয়টি আমরা ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম সাহেবকে জানিয়েছি। তিনি সব শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং বললেন পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি ফোনে জানাবেন।’
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, ‘ওনাকে (রেহানা বেগম রানু) আমি ব্যক্তিগতভাবে চিনি। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমি এ বিষয়ে খবর নিচ্ছি।’
প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীতে বেড়ে গেছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। অটোরিকশা ও মোটর সাইকেল নিয়ে চলাফেরা করা এসব ছিনতাইকারীদের হাতে গত এক মাসে প্রাণ হারিয়েছেন এক তরুণী ও রিকশা চালকসহ দুইজন। এসব ছিনতাইকারীদের ধরতে গলদঘর্ম হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
