বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন সরকারই নির্বাচনের সময়ে সহায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবেই নির্বাচন পরিচালিত হয়, বাংলাদেশেও সেই ভাবেই নির্বাচন পরিচালিত হবে। নির্বাচনকালীন যে সরকার থাকবে তারা নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী কাজ করবে। জনপ্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও নির্বাচন কমিশনের নির্দেশনায় পরিচালিত হবে।’
তিনি বলেন, আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনার সরকারের ভূমিকা হবে ‘সহায়ক সরকারের’।এ সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রা নিকট অতীতের ইতিহাসে সবচেয়ে স্বস্তিদায়ক। সড়ক মহাসড়কের অবস্থা ছিল ভাল। রেল যাত্রাও অনেক ভাল ছিল। এমনকি নৌরুটে যাত্রা স্বস্তিদায়ক ছিল।
তিনি বলেন, যাত্রার আগেই ঈদে ঘরমুখো মানুষকে নির্বিঘেœ বাড়ি পৌঁছে দিতে সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। ফলে বিগত বছরের মতো যাত্রীদের যানজটে পড়তে হয়নি। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটাতে হয়নি।
