চট্টগ্রামে ট্রেনের ছাদে যুবকের মরদেহ

চট্টগ্রাম : সিলেট থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আসা একটি ট্রেনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উদয়ন এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর পর লাশটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহীদুল ইসলাম জানান, ট্রেনের ছাদে ভ্রমণের সময় নিচু কোনো সেতুতে বা অন্য কোনো শক্ত বস্তুর ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল জিন্স আর প্রিন্টের শার্ট। তার কানের নিচে আঘাতের চিহ্ন দেখা গেছে।