চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকার একটি ভবনের নিচ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত নুরুল ইসলাম ইমন (১৮) ডিসি রোডের আমিনুল্লাহ বাপের বাড়ির জানে আলমের ছেলে। তিনি ‘পাইপ ফিটিংসের’ কাজ করতেন।
বাকলিয়া থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পা ছিল ভাঙা, মাথার পেছনের দিক ছিল থেঁতলানো।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, এলাকায় ইমনের বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। রাতে চুরি করতে গিয়ে চার তলা একটি ভবন থেকে পাশের ভবনে লাফিয়ে যাওয়ার সময় সে নিচে পড়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে।
