১১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড থানা এলাকা থেকে ১১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ভাটিয়ারী এলাকার মোস্তফা ওয়েল মিলের সামনের মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আলমগীর হোসেন (৫৫) ও মোঃ শফিক মোল্লা (৬২)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারিতে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এসময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করে ১১০০ বোতল ফেনসিডিল ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।