চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পটিয়া পৌর সদরের উত্তর গোবিন্দারখীল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুমাইয়া আক্তার (৯) এবং ফাতেমা বেগম (১০)। সম্পর্কে দুজন খালাতো বোন। সুমাইয়া চট্টগ্রাম নগরীর লালখান বাজার নুর হোসেন এবং ফাতেমাও একই এলাকার সাইফুদ্দিনের মেয়ে।

পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুই বোন তাদের আরেক খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাড়ির লোকজনের অজান্তে তারা পুকুরে নেমে ডুবে গিয়েছিল। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।