তিন সাংবাদিকের চাকরি যাওয়ায় ট্রাম্পের উল্লাস

যুক্তরাষ্ট্র: সিএনএনের তিন সাংবাদিক চাকরি যাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে উল্লাস প্রকাশ করেছেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-আমেরিকা ইস্যু নিয়ে প্রতিবেদন করায় ওই সাংবাদিকদের চাকরি হারাতে হয়।

টুইটে ট্রাম্প লিখেছেন- ওয়াও, রাশিয়া ইস্যুতে বড় প্রতিবেদনটি এখন সিএনএনকে প্রত্যাহার করতে হবে। তিন সংবাদকর্মীকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। অন্য মনগড়া প্রতিবেদনগুলোর বিষয়ে কি সিদ্ধান্ত নেবে? ফেক নিউজ!

এরপর ক্লিকবেইটার অ্যান্ড ফেকনিউজ ডিবাঙ্কারের টুইটের জবাব দেন ট্রাম্প। ওই টুইটে দেয়া ছবিতে সিএনএনের লোগো দিয়ে লেখা এফএনএন: ফেক নিউজ নেটওয়ার্ক।