ছেলে পড়ে ক্লাশ থ্রিতে, বয়স ৪৪; তবুও ছাত্রলীগ নেতা!

চট্টগ্রাম : ছেলে পড়ে ক্লাশ থ্রিতে, বয়স ৪৪। তবুও তিনি ছাত্রলীগ নেতা! নাম তার জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি। পাশাপাশি রাউজান পৌরসভার বর্তমান কাউন্সিলর। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো কাউন্সিলর। ১৯৯৯ সালে রাউজান পৌরসভার প্রথম কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

২০০১ সালে জমির উদ্দিন পারভেজকে সভাপতি ও জসিম উদ্দিনকে (‘৮৮ সালের এসএসসি) সাধারণ সম্পাদক করে রাউজান উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ১৭ বছরেও রাউজান উপজেলা ছাত্রলীগের আর কোনো কমিটি হয়নি। ফলে সেই কমিটিই এখন ছাত্রলীগ আঁকড়ে আছে, চালাচ্ছে সাংগঠনিক কার্যক্রম।

অবশ্য ঠিকাদারি ও ফার্নিচার ব্যবসার সাথে জড়িত ছাত্রলীগ সেক্রেটারী জসিম উদ্দিন গত ৫-৬ মাস আগে নিজে নিজেই ছাত্রলীগ থেকে সরে যান, হয়ে পড়েন নিষ্ক্রিয়। সে সুবাদে জমির উদ্দিন পারভেজ একাই রাউজান ছাত্রলীগের সভাপতি পরিচয়ে সক্রিয় আছেন, চালিয়ে যাচ্ছেন ব্যবসা-বাণিজ্য।

অনুসন্ধানে জানা যায়, জমির উদ্দিন পারভেজ ১৯৮৯ সালে রাউজান দারুল ইসলাম মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন।
ফেসবুকের তথ্য অনুযায়ী তার জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৭৩। সেই হিসেবে জমির উদ্দিনের বয়স এখন ৪৪ বছর। চট্টগ্রাম সেন্ট প্লাসিডস স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ে তার ছেলে। আছে জমি ও ইটভাটার ব্যবসা। চড়েন পাজেরো জিপে।

ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রত্ব না থাকলে বা নিয়মিত ছাত্র না হলে, ব্যবসায়ী কিংবা বিবাহিত হলে, ২৭ বছরের উর্ধ্বে বয়স হলে তিনি ছাত্রলীগের নেতা হতে কিংবা থাকতে পারেন না। অথচ বিস্ময়করভাবে জমির উদ্দিন পারভেজ এখনো ছাত্রলীগের সভাপতি। এর ফলে দীর্ঘদিন রাউজান ছাত্রলীগে নতুন নেতৃত্ব গড়ে না উঠায় স্থানীয় পর্যায়ে রয়েছে চাপা ক্ষোভ ও অসন্তোষ।

স্থানীয় সূত্র মতে, জমির উদ্দিন পারভেজ স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠজন। সেই ঘনিষ্ঠতার সূত্র ধরে এখনো তিনি ছাত্রলীগের সভাপতি পদে বহাল আছেন। জমির উদ্দিনের ছাত্রলীগ আঁকড়ে থাকার প্রবল ইচ্ছার কারণে সাংসদও নাকি চাইছেন না এখানে নতুন কেউ উঠে আসুক।

৪৪ বছর বয়সেও ছাত্রলীগের সভাপতির পদ আঁকড়ে আছেন কেন জানতে চাইলে জমির উদ্দিন পারভেজ শুক্রবার দুপুরে একুশে পত্রিকাকে বলেন, নতুন কমিটি করা, নতুন নেতৃত্ব তুলে আনার দায়িত্ব নেতাদের। তারা না চাইলে আমার কী করার আছে! তিনি বলেন, শুনেছি একটা খসড়া কমিটি করা আছে। যে কোনো মুহূর্তে সেই কমিটি ঘোষণা হতে পারে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব বলেন, রাউজান উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে একটু জটিলতা ছিল। সে জটিলতা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এরমধ্যেই আমরা নতুন কমিটি করার প্রক্রিয়া শুরু করেছি। আগামী একমাসের মধ্যেই এর সুফল দেখতে পাবেন। বলেন আবু তৈয়ব।