চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তরুণী নিহত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট সেতুর নিচে ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আয়েশা (২০) রাঙামাটি জেলার লংগদু এলাকার ইদ্রিস আলীর মেয়ে। নগরীর বায়েজিদ এলাকায় থাকতেন পোশাক কারখানার কর্মী আয়েশা।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বলেন, রেলওয়ের শেড থেকে একটি ইঞ্জিনটি চট্টগ্রাম রেল স্টেশনের দিকে যাচ্ছিল। রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তরুণী কাটা পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।