চট্টগ্রাম: বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম ও আশপাশের পাহাড়ি এলাকায় ভূমি ও পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রোববার চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে অস্থায়ী দমকা, ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।’
তিনি আরো বলেন, ‘ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।’
আবহাওয়ার অধিদফতরের বিশেষ বুলেটিনের বরাতে তিনি বলেন, ‘এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
