চট্টগ্রাম: ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ৯ জুলাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ওমর গণি এমইএস কলেজ ছাত্র সংসদের প্রাক্তন জিএস কমিশনার মামুনুর রশিদ মামুনের বাসভবনে তার সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল লতিফ টিপু, ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি সাইফুদ্দিন চৌধুরী, এটিএম এরশাদুল আমিন, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সরওয়ার মোর্শেদ, সাবেক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাইফুল ইসলাম, সাবেক ভিপি এম.ইউনুচ, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি মিথুন বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ সেলিম উদ্দিন একেএম নাজমুল আহসান, দিদারুল আলম দিদার, সাবেক কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুরঞ্জিত বড়ুয়া লাবু, সাবেক সহ-সভাপতি খোরশেদ আহমেদ জুয়েল, সাবেক ছাত্র সংসদ আপ্যায়ন সম্পাদক রফিকুল ইসলাম, ওমর তৈয়ব প্রমুখ।
সভায় সবার সম্মতিক্রমে আগামী ৯ জুলাই ঈদ পুনমিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
